7/Slider/slider-tag <center><div id='bp_recent'></div><div class='bp_footer'><small><a id='bp_recent_link' target='_blank' href='http://www.bloggerplugins.org/2011/09/recent-posts-thumbnails-blogger-widget.html?utm_src=bp_recent' style='padding: 1px 0px 0px 19px;text-decoration:none;'><a href='http://www.bloggerplugins.org/?utm_src=bp_recent' target='_blank' title='blogger widgets'></a></a></small></div> <script style='text/javascript' src='http://bloggergadgets.googlecode.com/files/recentposts_orig.js'></script> <script style='text/javascript'> var numberOfPosts = 5; var showPostDate = false; var showSummary = false; var titleLength = 0; var showCommentCount = false; var showThumbs = true; var showNoImage = true; var imgDim = 125; var imgFloat = 'left'; var myMargin = 5; var mediaThumbsOnly = true; var showReadMore = false; </script> <script src='https://hindudarshon.blogspot.com/feeds/posts/default?max-results=5&orderby=published&alt=json-in-script&callback=bprecentpostswiththumbnails'> </script></center>

পৃষ্ঠাসমূহ

১৪ ডিসেম্বর, ২০২১

মহালয়া এবং দেবীপক্ষের সূচনা

মহালয়া ও দেবী পক্ষ

   মহালয়ের স্ত্রীলিঙ্গ মহালয়া। মহালয় হল মহা যে আলয় (গৃহ)। আশ্বিনের অমাবস্যায় পিতৃপক্ষ শেষ হয় এবং দেবীপক্ষের সূচনা হয়। ঐ অমাবস্যায় পিতৃপুরুষেরা মর্ত্যলোকে অবস্থান করেন। মর্ত্যলোক তাঁদের আলয় বা গৃহ হয় বলে ঐ অমাবস্যার দিনটিকে মহালয়া বলে। আবার মহালয় এর অন্য অর্থ মহান যে লয় (ধ্বংস)। যে অমাবস্যায় দেবীর প্রলয়ঙ্করী রূপটি ফুটে ওঠে সে অমাবস্যাই মহালয়া। মহালয়ার দিনে মহাপ্রলয়কারিণী দেবীর স্তুব-স্তুতি পাঠ করা হয়। 

আবার পিতৃপুরু-ষেরা তাঁদের বংশধরদের দর্শনের জন্য মর্ত্যলোকে অবস্থান করেন বলে ঐ দিন তাদের উদ্দেশ্যে তিল-জল তর্পণ করতে হয়। পিতৃগণের উদ্দেশ্যে কোন দ্রব্য উৎসর্গ করলে স্বধা উচ্চারণ করতে হয় এবং দেবতাদের উদ্দেশ্যে কোন দ্রব্য উৎসর্গ করলে স্বাহা উচ্চারণ করতে হয়। দেবী দুর্গা স্বধা ও স্বাহা উভয়রূপেই বিরাজমানা অর্থাৎ একাধারে তিনি মাতৃ ও দেবী রূপে অবস্থান করেন। মহালয়াতে দেবীর স্বহা ও স্বধা উভয় রূপটি বিশেষভাবে ফুটে ওঠে। 

(আমা কর্তৃক লিখিত “হিন্দুধর্মের সারকথা” নামক গ্রন্থ থেকে সঙ্কলিত)


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন