নব পত্রিকা (কলাবৌ) দুর্গাপূজার সময় নবপত্রিকার পূজা করা হয়। কদলী (কলা), কচু, হলুদ, জয়ন্তী, বেল, দাড়িম্ব (ডালিম), অশোক, মান ও ধান এই নয়টি বৃক্ষের চারাকে একত্রে নবপত্রিকা বলে। কলা গাছের সাথে অবশিষ্ট আটটি গছের চারা অপরাজিতা লতা দ্বারা বেধে নবপত্রিকা তৈরি করা হয়। নবপত্রিকা মূলত দেবী দুর্গারই প্রতীক। কেউ কেউ নবপত্রিকাকে কলবৌও বলে। নবপত্রিকার কলায় ব্রহ্মাণী, কচুতে কালিকা, হলুদে দুর্গা, জয়ন্তীতে কার্তিকী, বেলে শিব, দাড়িম্বে রক্তদন্তিকা, অশোকে শোকরহিতা,...